বাংলা ১৪১৮ সনের জন্য মদনের চর, বদরপুর, করাতী পাড়া হইতে ভায়া দশগরিয়া পাড়া হইতে হাজী পাড়া খেয়াঘাট
ইজারা প্রদান/গ্রহণের চুক্তিপত্র
১ম পক্ষঃ ২য় পক্ষঃ
মোঃ নুরুল ইসলাম মোঃ মাসুদ রানা (সদর)
ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজিবপুর ইউনিয়ন পরিষদ মৃত: সাইদ আলী প্রামাণিক
ডাকঘর ও উপজেলাঃ রাজিবপুর গ্রামঃ করাতী পাড়া
জেলাঃ কুড়িগ্রাম ডাকঘর ও উপজেলাঃ রাজিবপুর
জেলাঃ কুড়িগ্রাম
আমরা উভয় পক্ষ নিম্ন লিখিত শর্ত সমূহে রাজি হইয়া বিগত ৩১/০৩/২০১১ ইং এর অধিবেশন নং ০৭/১১ অনুযায়ী পেশাদার পাটনি হিসাবে ১০% উদ্ধর্তি মূল্যে এবং ২০০৩ সালের খোয়ার/খেয়া/খেরিঘাট ইজারার নীতি মালার (২) এবং (২) অনুচ্ছেদ মোতাবেক এই চুক্তিপত্র সম্পাদন করিয়া দস্তখত/টিপসহি করিলাম।
শর্তসমূহঃ
১। ১ম পক্ষ ২য় পক্ষের নিকট কুড়িগ্রাম জেলাধীন রাজিবপুর উপজেলার অমতর্গত রাজিবপুর ইউনিয়নে মদনেরচর/বদরপুর, করাতী পাড়া হইতে ভায়া দশগরিয়া পাড়া হইতে হাজী পাড়া খেয়াঘাটটি ১৪১৮ বাংলা সাল ১লা বৈশাখ হইতে ৩০শে চৈত্র পযমত এই চুক্তিপত্র বলবৎ থাকিবে।
২। ২য় পক্ষ ১ম পক্ষের নিকট নগদ.............................(.................................)টাকা বুঝাইয়া দিয়া ১৪১৮ বাংলা সালের জন্য ইজারা লইলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস