১৯৮৩ সালের ০১ আগস্ট তারিখে ০৩ টি ইউনিয়ন নিয়ে চর রাজিবপুর উপজেলার যাত্রা হয়। কুড়িগ্রাম জেলার অন্তর্ভূক্ত হলেও উপজেলাটি জেলার মূল ভূখন্ড থেকে সম্পূর্ণ নদী দ্বারা বিচ্ছিন্ন। কুড়িগ্রাম জেলা সদর থেকে সড়ক পথে ৩০ কিঃ মিঃ ও নদীপথে প্রায় ২০ কিঃ মিঃ পথ পাড়ি দিয়ে চর রাজিবপুর উপজেলায় পৌঁছতে হয়। তবে ঢাকা থেকে ময়মনসিংহ-শেরপুর-জামালপুর হয়ে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। রেলপথে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এসে সড়কপথে (৩০ কিঃমিঃ) চর রাজিবপুর যাওয়া যায়। উপজেলার পূর্ব দিকে ভারত বাংলা যৌথ বর্ডার হাট রয়েছে। এই বর্ডার হাট ও নদী, পাহাড় বেষ্টিত এ উপজেলার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য পর্যটকদের নজর কাড়ে। সহস্রাধিক বৃক্ষরাজি উপজেলা পরিষদ ক্যাম্পাসকে প্রকৃতি প্রেমীদের তীর্থস্থানে পরিণত করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস